কোভিড নেগেটিভ সাকিব-ফিজ
সরকারি নির্দেশনা অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভারত থেকে কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। আর আসলেও তাদের কঠোর কোয়েরেন্টিন মেনে চলতে হবে। এজন্য সাকিব-মোস্তাফিজ আইপিএল থেকে দেশে ফেরার আগ থেকেই স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে তাদের কোয়ারেন্টিন কমানো নিয়ে আলোচনা করে আসছিল বিসিবি। যদিও লাভ হয়নি।
ইতোমধ্যে দুজনের দুই দফা করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুজনই নেগেটিভ হয়েছেন। এখন অপেক্ষায় আছেন মুক্ত হওয়ার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পেলেই কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়ে বাসায় যেতে পারবেন তারা।
১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হবে ২০ মে। যদিও এর আগেই দুই ক্রিকেটারকে ‘মুক্ত’ করতে বিসিবি চেষ্টা করছে। গত সপ্তাহে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছিলেন, দুইবার ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ হলেই মুক্ত হতে পারবেন ভারত ফেরত দুই ক্রিকেটার।
বিসিবির প্রধান নির্বাহী বলেন,” আমরা ওদের কোয়ারেন্টিনের সময় কমানোর চেষ্টা করছি। তাদের দুটি রিপোর্ট নেগেটিভ এলেই তারা অনুশীলনে যোগ দিতে পারবে। ”