বন্ধু যখন শ্ত্রু !!
মাঠের বাইরে মেসি-পিকেদের সঙ্গে তাঁর বন্ধুত্ব অটুট, তাতে সন্দেহ নেই। কিন্তু মাঠের ভিতর একে ওপরের চিরশত্রু । গত রাতে লিগের ম্যাচে আতলেতিকোর সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ম্যাচটা কেউ জিতলে শিরোপার লড়াইয়ে এগিয়ে যেত ভালোভাবে। সে সুযোগ খুইয়েছে দুই দলই। তবে ম্যাচে কোনো গোল হয়নি। ম্যাচটা ঠিকই চমকপ্রদ হিসেবে দেখা দিয়েছে ফুটবলভক্তদের কাছে।
বার্সেলোনার বক্সের মধ্যে বিপজ্জনকভাবে ঢুকে যান দলটার বেলজিয়ান উইঙ্গার ইয়ানিক কারাসকো। তাঁর বাঁ পায়ের জোরালো শটটা কোনোভাবে ঠেকালেও করলেও বলটা ধরে রাখতে পারেননি বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। ফলে, বলটা চলে যায় সামনে ওত পেতে থাকা সুয়ারেজের কাছে। বল অন্য দিকে চলে গেলেও সুয়ারেজের মাথায় স্টেগেনের হাত লাগে। সুয়ারেজ যেন এটারই অপেক্ষা করছিলেন। পেনাল্টির জন্য মাথা ধরে পরে থাকলেন কিন্তু রেফারি কোনো ভ্রুক্ষেপ করলেন না।
সুয়ারেজ এর এমন কর্মকান্ড বার্সা শিবির ভালোভাবেই জানে। প্রত্যেকেই সুয়ারেজের উপর বিরক্তিকর মনোভাব প্রকাশ করে। কিন্তু খেলা শেষে সব আগের মতই বন্ধু সুলভ আচরণ করে।