ভোগান্তির আরেক নাম কলমাকান্দা-দুর্গাপুর সড়ক
বৃষ্টির পানি জমে গর্ত রূপ নিয়েছে ছোট পুকুরে। হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কখনো গাড়ি উল্টে যাচ্ছে, কখনো আটকে পড়ে সৃষ্টি হচ্ছে যানজট। সামনে বর্ষা আসছে। এ পরিস্থিতিতে সড়কটি দিয়ে যাতায়াতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় লোকজন।প্রায় আড়াই বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় নেত্রকোনার কলমাকান্দা-দুর্গাপুর সড়কটির সংস্কারকাজ শুরু হয়। এরই মধ্যে প্রকল্পের মেয়াদকাল চলে গেছে ১ বছর ১১ মাস আগে। কিন্তু সংস্কারকাজ শেষ তো হয়ইনি, উল্টো কাজে অনিয়ম আর গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাতিল করে দেওয়া হয়েছে।
প্রায় সাড়ে ২৪ কোটি টাকায় কাজ পায় “ডলি কনস্ট্রাকশন লিমিটেড” নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুটি প্যাকেজের মধ্যে কলমাকান্দা উপজেলার অংশে নাজিরপুর পর্যন্ত ১৪ দশমিক ৬৮ কিলোমিটার এবং এরপর থেকে দুর্গাপুর অংশে ১০ কিলোমিটার রয়েছে। ২০১৮ সালের ৫ আগস্ট সংস্কারকাজ শুরু করে ২০১৯ সালের ৬ মের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি এ কাজ শেষ করতে ব্যর্থ হয়।
কিছুদিন আগে প্রতিষ্ঠানটির কাজ বাতিল করে দেওয়া হয়েছে। এখন নতুন করে টেন্ডার দেওয়া হবে। এমন অনিয়মে ডলি কনস্ট্রাকশনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত কাজ শেষ করতে প্রতিষ্ঠানটিকে এ পর্যন্ত প্রায় ১৫ বার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা মানেনি।