চাঁদপুর-৩ নির্বাচনি এলাকায় শিক্ষামন্ত্রীর ঈদ উপহার
চাঁদপুর-৩ নির্বাচনি এলাকায় সাড়ে ৭ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, তেল, সেমাই, চিনি ও দুধ। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার হতদরিদ্র এবং করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের এ সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।এক ভার্চ্যুয়াল সভার মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিই হচ্ছে জনগণের পাশে থাকা, দুর্যোগে সমব্যথী হয়ে মানুষের সঙ্গে থাকা। বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনা আমাদের এই শিক্ষাই দিয়েছেন। আমরা শেখ হাসিনার কর্মী হতে পেরেছি বলেই জনগণের পাশে সব সময় আছি এবং থাকি। বর্তমানে যে অতিমারি করোনার মহাদুর্যোগ চলছে, এ অবস্থায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিত উদ্যোগে জনগণের পাশে থাকতে হবে।