দেশে ফেরা হচ্ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর মধ্যেই কিনা কয়েকজন খেলোয়াড় আর সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ায় আইপিএল স্থগিত করেছে কর্তৃপক্ষ। এখন তো আইপিএলও নেই আর দেশেও ফিরতে পারছেন না অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। ভারত থেকে বের হওয়ার পর ১৪ দিন পার না হলে কেউ অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না- অস্ট্রেলিয়া সরকার।

সে হিসেবে অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই ও কেন রিচার্ডসনের ভাগ্য খুব ভালো। করোনাভাইরাসের সংক্রমণ যখন হু হু করে বাড়ছিল, আইপিএলে খেলার কথা না ভেবে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন এই তিন ক্রিকেটার।

তবে বিপদে পরেছেন বাকি অস্ট্রেলিয়ান ক্রিকেটার রা। দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন বিভিন্ন দলের অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ, বিশেষজ্ঞসহ আইপিএলে ধারাভাষ্য দিতে যাওয়া ধারাভাষ্যকারেরা। যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন তারা। বিসিসিআই তাদের জন্য ব্যবস্থা নিয়েছে। সকল অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ, বিশেষজ্ঞসহ সকল দের কে  শ্রীলঙ্কায় ও মালদ্বীপ পাঠাবে তারা। ২-৩দিনের ভিতর ভাড়া করা বিমানে করে পাঠাবে।