মেসির বাড়িতে সতীর্থদের দাওয়াত

সোমবার বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির বাড়িতে পার্টির আয়োজন করা হয়। দলের মধ্যে সংহতি বাড়ানোর অংশ হিসেবে বার্সেলোনার খেলোয়াড়েরা মাঝেমধ্যেই একত্র হন। নিজেরা মিলে মজা করেন, পার্টি করেন। মেসির বাড়িতে আয়োজন করা হয়েছিল বারবিকিউ পার্টি।

স্পেনের লা লিগায় ৩৪ রাউন্ড শেষে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর আতলেতিকো মাদ্রিদ শীর্ষে আছে ৭৬ পয়েন্ট নিয়ে। লিগের এই অবস্থায় শেষ চারটি ম্যাচে সতীর্থেরা যেন আরও সুসংহত থাকেন এবং নিজেদের চাঙা রাখতে পারেন, সেই লক্ষ্যেই মেসির বাড়িতে আয়োজন করা হয়েছিল বারবিকিউ পার্টি।

মেসির বাড়িতে বার্সেলোনার খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত এই পার্টির তদন্ত করবে কাতালান সরকার, আর লা লিগা কর্তৃপক্ষ এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তারা খতিয়ে দেখবে বারবিকিউ পার্টিতে যে সমাবেশ হয়েছে, সেটা কোভিড–১৯ আইনের পরিপন্থী কি না।কাতালান সরকার এরই মধ্যে ঘোষণা করেছে যে বিষয়টি জনস্বাস্থ্য বিভাগের হাতে। তবে লা লিগা কর্তৃপক্ষ কাল এ নিয়ে তদন্ত শুরু করেছে।