সাকিব-মোস্তাফিজকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে
আগামী ২৩ মে থেকে শুরু হওয়ার কথা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে আছেন সাকিব ও মোস্তাফিজ। আইপিএল স্থগিত হলেও এই মুহূর্তে তারা আছেন ভারতে। সরকারি নির্দেশনা অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভারত থেকে কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। আর আসলেও তাদের কঠোর কোয়েরেন্টিন মেনে চলতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাস্থ্য অধিদফতরের কাছে আবেদন করেছিল, তাদের কোয়ারেন্টিন কমানো যায় কিনা। আবেদনের প্রেক্ষিতে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন কমানোর কোনও সুযোগ নেই।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, “সাকিব ও মোস্তাফিজের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। বিসিবির পক্ষ থেকে আমাদের কাছে আবেদন এসেছিল, কিন্তু আমরা না করে দিয়েছি। কারণ নিয়মানুযায়ী ওদের ১৪ দিনের কোয়ারেন্টিন করতেই হবে।“