গ্রামে গ্রামে যাচ্ছে ব্রডব্যান্ড
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক বলেছেন,” ২০২১ সালের মধ্যে দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদকে ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনা হবে।” টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকার ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন প্রকল্পের ইউনিয়ন পর্যায় ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আইসিটি বিভাগের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়া হবে এবং চলতি বছরে এর মূল অবকাঠামো তৈরির কাজ সম্পন্ন হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বিটিসিএলের মাধ্যমে ১ হাজার ২০০, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় ২ হাজার ৬০০ ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে ।