জিদানের মতামত

মঙ্গলবার সংবাদ সম্মেলনে জিদানকে প্রশ্ন করা হয় ইউরোপিয়ান সুপার লিগের ব্যাপারে সেখানে তিনি বলেন, “এ বিষয়ে তিনি কিছুই জানেন না , তাকে প্রশ্ন করাই বৃথা হবে”। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ।

জিদান বলেন,” দেখুন, আমি খুব সোজাসাপ্টা একটা জবাব দেব। এই ব্যাপারটার (ইউরোপিয়ান সুপার লিগ) সঙ্গে শুধু একজন মানুষ জড়িত, ক্লাবের সভাপতি। আপনারা তাঁকে জিজ্ঞাসা করুন এ ব্যাপারে।”

বিশ্বের শীর্ষ ১২ ক্লাব এই লিগে নাম লেখালেও গত রাতে নাটকীয়ভাবে এই লিগ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ছয় ইংলিশ ক্লাব—লিভারপুল, চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। এখন যেখানে বিভিন্ন মিডিয়ায় গিয়ে সুপার লিগের লক্ষ্য, উদ্দেশ্য ও সুফল নিয়ে পেরেজের কথা বলার কথা, সেখানে আদৌ এই লিগ হয় কি না, সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে বিদ্রোহী লিগের এই সভাপতিকে।