আশা নিয়ে হতাশ করলেন তামিম
অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন তামিম ইকবাল। উরন্ত সুচনা করে দলের রান সচল রাখছিলেন তামিম কখনো টি-টোয়ান্টি কখনো ওডিয়াই মেজাজে ছিলেন ।
ফার্নান্দোর বলে তামিমের ওই কাট শটটির দরকার ছিল না, অন্তত পরিস্থিতির বিচারে। তাঁর এই শটটা তাঁর গোটা ইনিংসে একমাত্র বাজে শট। আর সেটিতেই কিনা তিনি আউট! ফার্নান্দোর বলে কিছুটা বাউন্স ছিল। তামিমের ব্যাট ছুঁয়ে বলটি চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা লাহিরু থিরিমান্নের হাতে।
দলীয় ৮ রানে ওপেনিং-সঙ্গী সাইফ হাসানকে হারানোর পর যে ধাক্কাটা বাংলাদেশে শরীরে লাগার কথা ছিল, সেটি লাগতে দেননি তামিম আর নাজমুল। ১৪৪ রানের জুটিতে লঙ্কান বোলারদের ছন্ন ছাড়া করেছেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সাদা পোশাকে শেষ সেঞ্চুরিটি করেছিলেন তামিম। এর ওপরে আর যেতেই পারেননি দুই বছরের বেশি সময় ধরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ৪৪ আর ৫০ রানের দুটি ইনিংসের পর আজ ৯০। সেঞ্চুরির দেখা আর মিলল না তামিমের।
১০১ বলের ইনিংসে তামিম বাউন্ডারি মেরেছেন ১৫টি। এখানে দেখার বিষয় তামিমের স্ট্রাইকরেট—৮৯.১০! দারুণ এই ইনিংসে আফসোসটা রয়ে গেল কেবল তাঁর সেঞ্চুরি না পাওয়াটাই।