ভারত সফর বাতিল করলেন বরিস জনসন
ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে উভয় দেশের পারস্পারিক সমঝোতার ভিত্তিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সফর বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ২৬ এপ্রিল তিন দিনের সফরে বরিস জনসনের নয়াদিল্লি আসার কথা ছিল।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “সফর বাতিল করলেও আগামীতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করবেন। ভবিষ্যতে ভারত ও যুক্তরাজ্যের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা করবেন তাঁরা।“
এর আগে গত জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের আয়োজনে অংশ নিতে বরিস জনসনের নয়াদিল্লি আসার কথা ছিল। ওই সময় করোনা সংক্রমণের কারণে বরিসের সফর সাময়িক স্থগিত করে এপ্রিলে নিয়ে আসা হয়েছিল। একই কারণে এবার ভারত সফর বাতিল করলেন তিনি।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে ১ দিনে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিডে আক্রান্ত হয়ে দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের।