সাংবাদিক গ্রেপ্তার
মিয়ানমারে রোববার সন্ধ্যার পর জাপানের এক সাংবাদিককে আটক করেছে দেশটির জান্তা কর্তৃপক্ষ। ফ্রিল্যান্স সাংবাদিক ইয়োকি কিতাজুমিকে তাঁর বাসা থেকে তুলে নিয়ে যান সেনাসদস্যরা। তাঁকে দুই হাত ওপরে তুলতে বলা হয় এবং একটি মোটরগাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
মিয়ানমারে ইয়াঙ্গুন মিডিয়া প্রফেশনালস নামে প্রতিষ্ঠান চালান তিনি এবং অর্থনীতিবিষয়ক দৈনিক পত্রিকা নিক্কেই বিজনেসের একজন সাংবাদিক হিসেবে কাজ করেন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নেমে গ্রেপ্তার হয়েছিলেন ইয়োকি কিতাজুমি। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দুই মাস ধরে জান্তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা চলছে।