টিএলপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

রোববার পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভরত কর্মীদের বিরুদ্ধে লাহোরে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। সেসময় পুলিশের সাথে  টিএলপি কর্মীদের সংঘর্ষ হয়। অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক। আহত ব্যক্তিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।

টিএলপির মুখপাত্র শফিক আমিনী  অভিযোগ করেন, স্থানীয় সময় সকাল আটটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হঠাৎ তাঁদের কর্মীদের ওপর আক্রমণ করে। এতে তাঁদের কর্মীরা হতাহত হয়েছেন।অভিযান চালানোর কথা নিশ্চিত করেছেন পুলিশের কর্মকর্তারা। তবে তাঁরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে পাঞ্জাব পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করেছে টিএলপি। টিএলপির কর্মীরা রোববার এই পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছেন বলে বলা হচ্ছে।