ভৈরবে করোনার দাপট
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে এখন সংখ্যাটি এক হাজার তিনজনে ঠেকেছে। উপজেলাটিতে সংক্রমণের হার ১৭ শতাংশ। মারা গেছেন ১৮ জন। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এই তথ্য প্রকাশ করে।
স্বাস্থ্য বিভাগ জানায়, করোনার জন্য কিশোরগঞ্জ শুরু থেকেই হটস্পট জেলা। জেলার ১৩ উপজেলার মধ্যে শুরু থেকেই ভৈরব স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। বর্তমানে উপজেলাটিতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যুও। চার দিনের ব্যবধানে মারা গেছেন দুজন।
পুরো জেলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৯৪৪ জন নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে সংক্রমণ পাওয়া গেছে ৪ হাজার ১৪১ জনের। সংক্রমণ হার ৯ দশমিক ৭১ শতাংশ। এর মধ্যে শুধু ভৈরবে করোনা শনাক্তের হার ১৭ শতাংশ। এই হার পাওয়া গেছে ৫ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা থেকে। জেলায় মৃত্যুর সংখ্যা ৭১। এর মধ্যে ভৈরবের ১৮ জন। জেলায় বর্তমানে আক্রান্ত ৩৭৫ জনের মধ্যে এই উপজেলার ৮৩ জন।
এদিকে ভৈরবে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৭৪৮ জন। প্রথম ডোজ পেতে নিবন্ধন করেছিলেন ১১ হাজার ৯০৬ জন। এই উপজেলার প্রথম ডোজের জন্য বরাদ্দ ৯ হাজার ৫০০টি। ফলে এখনো ১ হাজার ৭৫২ জনের প্রথম ডোজ গ্রহণের সুযোগ রয়েছে। দ্বিতীয় ডোজ শুরু হওয়ার পর আজ সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত সময়ের হিসাবে অনুযায়ী টিকা গ্রহণ করেছেন ১ হাজার ৫৫৬ জন।