শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা
জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী পশ্চিমবঙ্গের বেহালা থেকে এবার তিনি বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। বিনা অনুমতিতে রোড শো করার ‘অপরাধে’ শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে কলকাতা পুলিশ। শ্রাবন্তীর পাশাপাশি বেহালার বিজেপির অন্য আরও কয়েকজন নেতার বিরুদ্ধে একই ধারায় মামলা করা হয়েছে।
এদিন আরেক বড় পর্দার তারকা মিঠুন চক্রবর্তী শ্রাবন্তীর সমর্থনে রোড শো করবেন। তবে পুলিশের অনুমতি মেলেনি। তাতেই রেগে যান শ্রাবন্তী। নিয়ম ভেঙে পুলিশকে দেখিয়ে রোড শো করেন বলে দাবি পুলিশের। ইচ্ছা করে বিজেপি কর্মীদের প্রচারণা করতে দেওয়া হচ্ছে না বলে পর্ণশ্রী থানার সামনে সমর্থক আর নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভও করেন শ্রাবন্তী।
রোববার চতুর্থ দফা ভোটের পর জানা যাবে বেহালার পশ্চিম কেন্দ্র থেকে কে জিতলেন, তৃণমূল কংগ্রেসের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নাকি শ্রাবন্তী। এই ‘হেভিওয়েট’ কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এই অভিনেত্রী। তবে পার্থ চট্টোপাধ্যায় বা মামলা কোনো কিছু নিয়েই এতটুকু বিচলিত নন শ্রাবন্তী। বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন।