চ্যালেঞ্জের মুখে তামিম
প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনে তামিমকে সাদা বলের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে। তিনিও ঘুরেফিরে একই জবাব দিচ্ছেন। তামিম বলেন,” আমি এর আগেও এ ব্যাপারে কথা বলেছি। প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনেই এ নিয়ে আমাকে প্রশ্ন করা হয়। আমি কী করছি, আমি জানি। ভালো হয় আপনি যদি পরিসংখ্যান দেখেন। একই প্রশ্নের উত্তর আমি বারবার দিতে উপভোগ করি না।”
তিনি আরো বলেন, ”যত সমালোচনা আমি শুনেছি, আমার মনে হয় খুব কম বাংলাদেশি ক্রিকেটারই শুনেছে। সেদিক থেকে আমি প্রস্তুত। প্রতি সেকেন্ডেই আমার সঙ্গে কিছু না কিছু হয়। কিছু কারণে হয়, কিছু অকারণে। এটা কোনো সমস্যা না। আমাকে এটার সঙ্গে লড়তে হবে। অধিনায়কত্বের সঙ্গে অনেক কিছুই আসবে। মানুষ সমালোচনা করবে, প্রশংসাও করবে। দুটোই আসবে। আমার জন্য উপভোগ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন বিষয়টি উপভোগ করছি।”
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সেই বাস্তবতাও নতুন অধিনায়কের মাথায় আছে। কাল তাই নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে শুরুটা ভালো করতে চান তামিম। সেটা ক্রিকেটের সব বিভাগেই।