ভারতে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানী
কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ভারতে এখন পর্যন্ত ৪৪৭ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনোহর অগ্নানী। রোববার পর্যন্ত দেশটিতে ২ লাখ ২৪ হাজার ৩০১ জন লোক ভ্যাকসিন গ্রহণ করেছে।
মনোহর অগ্নানী জানান, এএফআইএর তথ্যানুসারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়া ৪৪৭ জনের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দুই জনকে ২৪ ঘণ্টা পর অব্যাহতি দেয়া হলেও একজন এখনো হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য ও জৈব বৈজ্ঞানিক গবেষক অনন্ত ভান আনাদোলু এজেন্সিকে বলেন, বেশি সংখ্যক মানুষকে টিকা দেয়ার পর এমন প্রতিকূল ঘটনা দেখা অপ্রত্যাশিত নয়। তবে দেশীয়ভাবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন উৎপাদনের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রতিক্রিয়াটিতে অন্তর্ভুক্ত করার আগে কার্যকারিতার তথ্যের অপেক্ষা করতে পারতো।
ভারতের পুনে-ভিত্তিক সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন করছে। অন্যদিকে, কোভ্যাক্সিন তাদের দেশীয় ভ্যাকসিন এবং এটি ভারত বায়োটেকের মাধ্যমে ভারতীয় মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় তৈরি।
উভয় ভ্যাকসিনের ক্ষেত্রেই বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিশেষ করে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে। কারণ, এটির এখনো তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়নি। এর মধ্যেই এটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
এর আগে শনিবার থেকে ভারতে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। যা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি।