করোনার কবলে মোর্শেদ খান, আইসিইউতে ভর্তি স্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। সেইসঙ্গে তার স্ত্রী নাসরিন খানও করোনারোগী। তবে নাসরিন খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তারা।
জানিয়েছেন এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান।
বৃহস্পতিবার তিনি বলেন, বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তার বাবা ও মা। সেখানেই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, তার মায়ের শারীরিক অবস্থা আগামী ৭২ ঘণ্টার জন্য অত্যন্ত সঙ্কাটপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবস্থার অবনতি হওয়ায় মাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে ফয়সাল মোর্শেদ জানান, বর্তমানে তার মায়ের ফুসফুস শতকরা ৫০ ভাগ সচল এবং অক্সিজেন লেভেল শতকরা ৭০ ভাগে উঠানামা করছে। এর আগে গত ৬ জানুয়ারি তার বাবা ও মায়ের করোনা শনাক্ত হয়।
প্রসঙ্গত, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম মোর্শেদ খান। তবে ২০১৯ সালের ৫ নভেম্বর বিএনপি থেকে পদত্যাগ করেন তিনি। সে সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।