আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব
১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উইন্ডিজ সিরিজের আগে কয়েক দিন ধরেই করছেন নিয়মিত অনুশীলন। নির্বাসন কাটিয়ে সাকিব ক্রিকেটে ফেরায় সমর্থকদের মাঝেও খুশির হাওয়া।
সাকিব মাঠে ফিরেছেন এ খবর নতুন নয়। কিন্তু নিষেধাজ্ঞা কাটানোর পর এখনো আন্তর্জাতিক ম্যাচে নামা হয়নি তার। এবার সুযোগ আন্তর্জাতিক ম্যাচে নিজেকে প্রমাণের। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে আবারও দেখা যাবে এই অলরাউন্ডারকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি থেকে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।