চিত্রনায়ক  ফেরদৌস এর স্বপ্ন পূরণ

ফেরদৌস যখন স্কুলে পড়তেন, তখনকার কথা। সেই সময় খবরের কাগজে দেখতেন দেশের বড় তারকা, নির্মাতারা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। এর মধ্যে অনেকেই উৎসবের দায়িত্বও পালন করছেন। ববিতা, আমজাদ হোসেনসহ আরও অনেকে ছিলেন সে তালিকায়। তাঁরা বার্লিন, মস্কোসহ দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবে যেতেন। এসব দেখে ফেরদৌসও স্বপ্ন দেখতেন, এমন উৎসবে অংশ নেবেন তিনি। ফেরদৌস জানান, তাঁর চলচ্চিত্রে আসার একটি বড় কারণ ছিল ফিল্ম ফেস্টিভ্যাল।

এখান থেকেই তিনি চলচ্চিত্রের প্রতি আগ্রহী হয়ে পড়েন। তিনি বলেন, “আমাদের দেশের অভিনয়শিল্পী, নির্মাতাদের মতো আমারও ইচ্ছে ছিল একদিন আন্তর্জাতিক ফেস্টিভ্যালে কোনো একটা দায়িত্ব পালন করব, যাব। সেই স্বপ্নটা পূরণ করেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এই জন্য তাদের কাছে আমি ঋণী।“

ফেরদৌস জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়ার সময়েই তিনি রেইনবো ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত হন। সে সময় তিনি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনেকগুলো আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। উৎসব কেন্দ্র করে অনেক আগ্রহ থাকত। সেই জন্য আলাদা সময় রাখতেন এই নায়ক। বিভিন্ন সময় রাত জেগে, টিএসসি, কলাভবন, নিউমার্কেট, শাহবাগসহ ঢাকার বিভিন্ন স্থানে উৎসবের পোস্টার লাগাতেন।

অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া। তিনি বলেন, “উৎসব কর্তৃপক্ষ আমাকে জুরির দায়িত্ব দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি গর্বিত। সৎ জায়গা থেকে বড় এই দায়িত্ব পালন করব।“