পশ্চিমবঙ্গ রাজ্যে এল ৭ লাখ টিকা

কলকাতায় সেরাম ইনস্টিটিউট থেকে প্রায় ৭ লাখ ডোজ টিকা এসেছে। প্রথম দফায় আসা এই টিকা দেওয়া হবে ৬ লাখ ৮৯ হাজার মানুষকে। প্রতিটি ডোজে দেওয়া হবে ০.৫ মিলিলিটার।

টিকা কলকাতার বাগবাজারে রাজ্য সরকারের কেন্দ্রীয় মেডিসিন স্টোর এবং হেস্টিংসের কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মেডিসিন স্টোর্সে রাখা হয়। এরপর এই টিকা বাগবাজার থেকে পাঠানো হয় রাজ্যের বিভিন্ন জেলায়। বাকি জেলায় আজ পাঠানো হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি দেখবেন। টিকা দেওয়া হচ্ছে বিনা মূল্যে।

আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। শনিবার প্রথম দিনে রাজ্যের ৩৫৩টি টিকা কেন্দ্রে দেওয়া হবে এই কোভিশিল্ড ঠিকা। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়া হবে। সব মিলে ৩৫ হাজার ৩০০ জনকে টিকা দেওয়া হবে।