কিমের অস্ত্র কর্মসূচি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এক অধিবেশনে কিম জং উন এ কথা বলেন। কিম বলেন, “আমাদের যখন পারমাণবিক যুদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে, তখন সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তৈরির ক্ষেত্রেও যা করা দরকার, তা–ই করতে হবে।“
এই সম্মেলনের শুরু থেকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন কিম জং উন। তিনি বলেছিলেন, উত্তর কোরিয়ার উন্নয়নে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র। এ ছাড়া দেশটির প্রধান শত্রুও যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি প্রসঙ্গে উন বলেন,” যিনিই ক্ষমতায় আসুন, তাঁদের নীতির কোনো পরিবর্তন হবে না। উত্তর কোরিয়া ইতিমধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা শেষ করেছে। “