ঢাকায় উইন্ডিজ বাহিনী
তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছে ক্যারিবীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার ইতি ঘটবে বাংলাদেশ দলের।
কোচিং স্টাফসহ প্রায় ৪০ জনের বহর নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। বিমানবন্দর থেকে ক্যারিবীয় দলকে বিশেষ ব্যবস্থায় হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে নেওয়া হবে। প্রথম তিন দিন হোটেল কক্ষের বাইরে যেতে পারবেন না কেউই। তিন দিনে দুবার হবে করোনা পরীক্ষা। দুটি পরীক্ষায় নেগেটিভ হলে তৃতীয় দিন অনুশীলনে যেতে পারবেন সফরকারীরা।
তবে অনুশীলন করতে হবে নিজেদের মধ্যে সীমিত পরিসরে। পুরোদমে অনুশীলনের জন্য ক্যারিবীয়দের অপেক্ষা করতে হবে আরও চার দিন। পুরো প্রক্রিয়াটি নির্ঝঞ্ঝাটভাবে হোক, এটাই এখন বিসিবির প্রত্যাশা। কাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলছিলেন, ”আমরা বিষয়টা খুব গুরুত্বসহকারে নিচ্ছি। গত দুটি সফল টুর্নামেন্টের মতো এটাও আশা করি সফলভাবে শেষ করতে পারব।”
বাংলাদেশে থাকার সময় ওয়েস্ট ইন্ডিজ দলের কেউ করোনা পজিটিভ হলে তাঁর জন্যও আছে আলাদা ব্যবস্থা। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ”সফরকারী দলের কারও করোনার লক্ষণ দেখা দিলে প্রথমে আইসোলেশনে রাখা হবে। পজিটিভ হওয়ার পরও যদি খুব বেশি সমস্যা না থাকে, তাহলেও সেই ক্রিকেটারকে আইসোলেশনেই রাখা হবে। তবে প্রয়োজনে হাসপাতালে নেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রামে সে রকম দুটি হাসপাতাল ঠিক করে রেখেছে বিসিবি।”