যানজটে নাকাল রাজধানী
হাতিরঝিল দিয়ে যান চলাচল বন্ধ থাকায় পথ ঘুরে রামপুরা ডিআইটি প্রজেক্ট সড়ক দিয়ে মৌচাক মোড় পর্যন্ত যানজট । যানজট ঠেলে এগোনোর কোনো উপায় নেই । শুধু রামপুরা নয় পুরো রাজধানীতে আজ যানজটে ছিলো।
দুপুর থেকে রাজধানীর সড়কগুলোয় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয় বলে ট্রাফিক পুলিশ জানায়।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মো. আবদুর রাজ্জাক বলেন, হাতিরঝিল হয়ে যেসব গাড়ি চলত, তা পথ পরিবর্তন করে অন্য সড়ক দিয়ে যায়। এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে নির্মাণকাজ চলায় যানজট বাড়ে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ বলেন, বেলা একটা পর্যন্ত হাতিরঝিল দিয়ে যান চলাচল বন্ধ থাকায় অন্যান্য সড়কে কিছুটা চাপ পড়ে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট নামক পেজে রাজধানীর বিভিন্ন প্রান্তের লোকজন যানজটে তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে তাঁরা বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ে তথ্য দিয়েছেন, যাতে অন্যরা যাতায়াতের ক্ষেত্রে সাবধান হন।