পাকিস্তানের বেহাল দশা

ফাহিম আর রিজওয়ানের ব্যাটেই যে বড় লজ্জা থেকে বেঁচেছেন তাঁরা। তবে শঙ্কা এখনো কাটেনি। মাউন্ট মঙ্গানুই টেস্টে তৃতীয় দিনে পাকিস্তান গুটিয়ে গেছে ২৩৯ রানে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪৩১ রান তুলেছিল। ১৯২ রানে পিছিয়ে থেকে কাল চতুর্থ দিনে প্রচণ্ড চাপ নিয়েই মাঠে নামবে পাকিস্তান।

দ্বিতীয় দিন শেষ পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩০। দিনের শেষ ভাগে ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল তারা। এর আগে কেন উইলিয়ামসনের সেঞ্চুরি আর রস টেলর, বিজে ওয়াটলিং ও হেনরি নিকোলসের ফিফটিতে বড় সংগ্রহ পায় কিউইরা।

আজ তৃতীয় দিনের শুরুটা মোটামুটি ভালোই করেছিল পাকিস্তান। আবিদ আলীর সঙ্গে ছিলেন ‘নাইটওয়াচম্যান’ মোহাম্মদ আব্বাস। কিন্তু কিউই পেসারদের আক্রমণে একপর্যায়ে পথ হারায় পাকিস্তান। নাইটওয়াচম্যান আব্বাস নন, প্রথমে ফেরেন আবিদ আলী (২৫)। কাইল জেমিসনের বলে বোল্ড হন তিনি।