সুদানে এক টুকরো বাংলাদেশ
বুধবার স্থানীয় সময় সকালে এলফেশার সুপার ক্যাম্পে স্থাপিত স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সেখানে শান্তি মিশনে থাকা বাংলাদেশি পুলিশ সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর পাশাপাশি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মিছিল করা হয় সেখানে। এলফেশার সুপার ক্যাম্পের কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে সেই প্রতিবাদ মিছিল।
এলফেশার সুপার ক্যাম্পে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেশনস অফিসার মাসুক মিয়া বলেন, “আমাদের এই ক্যাম্পে কোনো স্মৃতিসৌধ ছিল না। কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল হালিমের নির্দেশে আমাদের কর্মীরা একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন।”
তিনি বলেন, “প্রবাসে আমরা বাংলাদেশের বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর আগে আমরা মহান শহীদ দিবসও পালন করেছি।“