ডুবে মারা গেছেন মালয়ালম তারকা অনিল নেডুমঙ্গদ
ভারতের বিনোদন জগতে আবার অপমৃত্যুর কালো ছায়ার আবির্ভাব। মারা গেছেন মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির (মলিউড) জনপ্রিয় অভিনেতা অনিল নেডুমঙ্গদ। সিনেমার শুটিং চলাকালীন কেরালার মালানকারার একটি ডোবায় ডুবে তাঁর মৃত্যু হয়। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন জোজু জর্জ। অনিলও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। শুক্রবার শুটিং শেষে বন্ধুদের সঙ্গে বাঁধে গোসল করতে গিয়ে মারা যান তিনি। পানির স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যান ৪৮ বছর বয়সী এই অভিনেতা।
ছোট পর্দার উপস্থাপক হিসেবেও নামডাক ছিল তাঁর। ‘জাস্টিস ওয়ার্ল্ড’ আর ‘টেলিস্কেপ’ মালয়ালম একটি চ্যানেলে তাঁর জনপ্রিয় শো। দক্ষিণি তারকা অনিল নেডুমঙ্গদের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোকের মাতম। সুপারস্টার পৃথ্বীরাজ লিখেছেন, ‘কিছু বলার জন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে আমি শব্দহীন। কেবলই প্রার্থনা।’ দুলকার সালমান লিখেছেন, ‘জীবনের কী মানে, যখন মৃত্যু এতটাই আকস্মিক আর সহজ। খুবই খারাপ লাগছে। আপনার পরিবারের কথা কল্পনাও করতে পারছি না। সৃষ্টিকর্তা তাঁদের এই শোক সইবার শক্তি দিন।’
টেলিভিশন উপস্থাপক আদিল ইব্রাহীম লেখেন, ‘তিনি ছিলেন একজন “আস সাং অ্যাক্টর”অনিল নেডুমঙ্গদ। তাঁর প্রতিভার খুব কম অংশই প্রকাশ পেয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিকে তাঁর আরও অনেক কিছু দেওয়ার ছিল। ওপারে ভালো থাকবেন।’
পানিতে ডুবে অনিলের এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। বাঁধের পানিতে ভেসে গিয়েছিল তাঁর লাশ। ডুবুরিরা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন। ‘কম্মটিপদম’, ‘পভাড়া’, ‘আয়াপ্পানাম কোশিয়ামে’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অনিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবিটি, ‘পাপম ছেয়াথাভর কাল্লেরিইয়াত্তে’।