বেঁচে আছেন এমএ হাসেম, তবে অবস্থা সংকটাপন্ন

খবর পাওউয়া গেছে, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ হাসেম মারা যাননি। তবে বেঁচে থাকলেও তার অবস্থা সংকটাপন্ন। এর আগে দেশের বেশ কিছু গণমাধ্যমে সাবেক এ সংসদ সদস্যের (এমপি) মৃত্যুর খবর প্রকাশ হয়।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

ওই হাসপাতালে থাকা এমএ হাসেমের ব্যক্তিগত গাড়িচালক মো. ফারুক জানান, তিনি (এমএ হাসেম) বেঁচে আছেন। তবে তার অবস্থা সংকটমুক্ত নয়।

হাসপাতাল সূত্রেও জানা যায়, আইসিইউতে চিকিৎসাধীন এমএ হাসেম ভেন্টিলেশনে রয়েছেন।

এর আগে এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার জানান, তার বাবার কোভিড-১৯ শনাক্তের পর গত ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত ১৬ ডিসেম্বর তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসে। এর পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন এমএ হাসেম।