নতুন আতঙ্ক ছত্রাক
করোনার ধাক্কায় করুন অবস্থা ভারতে এবার নতুন ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৬ জন। দেশটিতে নতুন এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ছত্রাকে আক্রান্ত হয়ে আহমেদাবাদ সিভিল হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে, আরো ৪৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ১২ জন আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন। আর মুম্বাইয়ে ছত্রাকটি শনাক্ত হলেও আক্রান্তের সংখ্যা জানা যায়নি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের গুজরাট, নয়া দিল্লি ও মুম্বাইয়ে মিউকরমাইকোসিস ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। করোনাভাইরাস থেকে সেরে উঠা ব্যক্তিরা এতে স্বাস্থ্যগত নানা জটিলতার মুখে পড়ছেন।
বিশেষজ্ঞরা জানান, মিউকরমাইকোসিসের সংক্রমিতদের অধিকাংশই হলেন ডায়াবেটিস, কিডনি, হার্ট অথবা ক্যান্সারের রোগী। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এ ছত্রাকে সংক্রমিত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
এ বিষয়ে আহমেদাবাদ হাসপাতালের ইএনটি সার্জন ডা. দেবাং গুপ্ত বলেন, মিউকরমাইকোসিস ইনফেকশনে ২০ শতাংশ মৃত্যুর রেকর্ড করা হয়েছে। তাদের বেশিরভাগই করোনা থেকে সেরে উঠা ৫০ বছরের বেশি বয়সের মানুষ।
হাসপাতালটির মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. জে পি মোদি জানান, গত ৯ মাসে মিউকরমাইকোসিসে আক্রান্ত ৪৬ জন রোগীকে নথিভুক্ত করা হয়। এ রোগের চিকিৎসায় প্রায় ৩-৪ লাখ রুপি খরচ হলেও বর্তমানে বিনামূল্যে দেয়া হচ্ছে।