শিশুদের শরীরে অ্যান্টিবডি উপস্থিত

বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন এর একটি প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের ৫২ শতাংশ শিশুর শরীরে করোনার অ্যান্টিবডির উপস্থিতি মিলেছে। মুম্বাইয়ের ১ থেকে ১৮ বছর বয়সীদের ৫১ দশমিক ১৮ শতাংশের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। মুম্বাইয়ের বিওয়াইএল নায়ার হাসপাতাল ও কস্তুরবা মলিকুলার ডায়াগনস্টিক সেন্টার যৌথভাবে এ সমীক্ষা পরিচালনা করে।অর্থ্যাৎ তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে বাড়তি সুরক্ষা পাবে শহরটির প্রায় অর্ধেক শিশু।

বিওয়াইএল নায়ার হাসপাতালে ১ হাজার ২৮৩ শিশু ও কস্তুরবা মলিকুলার ডায়াগনস্টিক সেন্টারে আরও ৮৯৩ শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছিল।১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত মুম্বাইয়ের ২৪টি ওয়ার্ডের ২ হাজার ১৭৬ শিশুর ওপর সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, মুম্বাইয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুরা করোনায় বেশি ভুগেছে।