তারেক রহমানের গ্রেপ্তারির আদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘অশ্লীল বক্তব্য’ দেওয়ায় আওয়ামী লীগ নেতার করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় এই পরোয়ানা জারি করা হয়।

এ ছাড়া মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন হিসেবে আগামী ৩১ মার্চ দিন ধার্য করা হয়েছে।

এদিন শুনানি শেষে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ পরোয়ানা জারি করেন বিচারক সৈয়দ ফখরুল আবেদীন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘অশ্লীল বক্তব্য’ দেন। তার ওই বক্তব্যের কারণে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে চর জব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। যে মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মামলার চার্জ গঠনের পর বৃহস্পতিবার দুপুরে শুনানি হয়। আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ ফখরুল আবেদীন শুনানি শেষে মামলার আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সরকারি কৌঁসুলি (পিপি) দেবব্রত চক্রবর্তী রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন।