কর্মী ফিরিয়ে নিবে মালয়েশিয়া

ছুটিতে এসে মহামারিতে যেসব প্রবাসী আটকা পড়েছেন তাদেরকে পুনরায় ফিরিয়ে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ দূতাবাস ও মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের এক যৌথ বৈঠকে সম্মত হয় দেশটি।এক্ষেত্রে কর্মীর নিয়োগকর্তা বা কোম্পানিকে মালয়েশিয়া ইমিগ্রেশনের পদ্ধতি মেনে তাদের ফেরত নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

বৈধকরণের জন্য দালখিলকৃত আবেদনকারী কর্মীদের নামে বিশেষ কার্ড ইস্যু করার জন্য অনুরোধ করা হয়েছে।মালয়েশিয়া সরকার নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী কর্মীদের আবাসন নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।এমসিও চলাকালে বাংলাদেশী কর্মীদের বেতন প্রাপ্তি নিশ্চিত করতে লেবার ডিপার্টমেন্টের পর্যবেক্ষণ ও মনিটরিং অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়েছে।