ঈদের ছুটি বাড়ানোর সুপারিশ

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে চার দিন করার সুপারিশ করা হয়েছে।।

সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে আগামী ২৯ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি নির্ধারণ করেছে সরকার। তবে, ২৭ জুন ছুটি বাড়ানোর যে সুপারিশ করা হয়েছে সেটি অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদের ছুটি হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার। নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছিল।