জামায়াত বিক্ষোভ কর্মসূচি থেকে সরে এল

দ্রব্যমূল্য বৃদ্ধি, দলের আমিরের মুক্তিসহ বেশ কিছু দাবিতে সম্প্রতি বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় জামায়াত। এ বিষয়ে অনুমতি নিতে গত সোমবার দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের গেটে গেলে তাদের আটক করা হয়। তবে কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এখন, রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন থেকে সরে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে পুলিশের অনুমতি না পেলেও আজ (সোমবার) বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি।

জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ কর্মসূচি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংঘাত এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ছুটির দিনে কর্মসূচি পালনের জন্য প্রশাসনের কাছে আবারও অনুমতি চাওয়া হবে। এর আগে অফিস-আদালত খোলা থাকায় কর্মসূচি পালনে বিশৃঙ্খলা ঘটতে পারে জানিয়ে দলটিকে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ।