ঝুলছিল নারীর মরদেহ

শুক্রবার (২৬ মে) বিকেল তিনটার দিকে রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার একটি বাসা থেকে ফিরোজা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফিরোজার বোন শামসুন্নাহার বলেন, আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে তার বাসায় গিয়ে দেখি দরজা বন্ধ। পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখি সে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিই। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফিরোজা বেগমের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার শৈলহাটি এলাকায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে অবহিত করা হয়েছে।