ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যা মামলায় ছোট ভাই আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আমির হামজা সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকায় জয়নাল আবেদীন তিন বিয়ে করেছিলেন। তবে কোনও স্ত্রীর সঙ্গে তার সংসার টেকেনি। জয়নাল চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন ছোট ভাই আমির। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে ২০০১ সালের ২৩ জানুয়ারি এই বিরোধের জের ধরে জয়নালকে বল্লম দিয়ে আঘাত করেন আমির। এতে তার মৃত্যু হয়। এই ঘটনায় তার স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।