২৫ কেজি ওজনের কাতল মাছ ধরা পরলো
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়ে ২৫ কেজি ৩০০ গ্রামের ওজনের একটি বড় কাতল মাছ। পরে মাছ টিকে ৫ নম্বর ফেরিঘাট এলাকায় বিক্রির জন্য তোলা হয়।
নদীতে পানি বাড়ার সময় সাধারণত বড় বড় মাছ ধরা পড়ে। প্রতিযোগিতা মাধ্যমে মাছটিকে বিক্রি করা হয়। কেজিপ্রতি দাম দেওয়া হয় ১ হাজার ৭০০ টাকা। এরপর মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। পরে দুই আরতদার মাছ টি ৪৪হাজার ২০০টাকায় কিনে নেন।