বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

মহামারি করোনা  ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব ।সর্বশেষ তথ্য মতে বিশ্বে  মোট মৃতের সংখ্যা ৩৮ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। আর মোট শনাক্ত ১৭ কোটি ৮৯ লাখেরও বেশি মানুষ। তার মধ্যে ১৬ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৬১৮ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৮ হাজার ৫৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় শীর্ষে থাকা দেশটি যুক্তরাষ্ট্রে ।সর্বশেষ তথ্যানুযায়ী আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ এক হাজার ৯৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৮৩ জনের।

আর আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে  তৃতীয় অবস্থানে আছেন ভারত। সর্বশেষ তথ্যানুযায়ী মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৩৫২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭৪০ জনের।

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত দেশিটিতে আক্রান্ত ১ কোটি ৭৮ লক্ষ ৮৩ হাজার ৭৫০ জন এবং  মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬৮ জনের।