আবারো শুরু হচ্ছে টিকার প্রথম ডোজ
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিসিপিএস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন,” ১৯ জুন থেকে আবার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হবে।”চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেওয়া হবে। যাঁরা আগে নিবন্ধন করেও প্রথম ডোজ টিকা পাননি তাঁরা অগ্রাধিকার পাবেন। যাঁরা আগে এসএমএস পেয়েও টিকা দিতে পারেননি তাঁদের অগ্রাধিকার থাকবে বেশি।
ফাইজারের টিকা দেওয়া হবে কেবল ঢাকার চারটি কেন্দ্রে। এগুলো হচ্ছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। যাঁরা আগে নিবন্ধন করেও প্রথম ডোজ টিকা পাননি তাঁরা অগ্রাধিকার পাবেন। যাঁরা আগে এসএমএস পেয়েও টিকা দিতে পারেননি তাঁদের অগ্রাধিকার থাকবে বেশি।