রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সংগঠনটি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছে। ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এইচ রিয়াদের সঞ্চালনায় এই সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন সভাপতিত্ব করেন।
সুজন বলেন, “করোনাকালকে বিবেচনায় নিয়ে যেহেতু নিয়োগ পরীক্ষার হার ১৩ শতাংশে নেমে এসেছে, করোনাকালকে লুপ্ত বছর ধরে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পর থেকে সব ব্যাচের জন্য চাকরির বয়স উন্মুক্ত করার দাবি জানাই।“
তিনি আরও বলেন, ছাড়া ১৯৯২ সালে যখন সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ২৭ থেকে ৩০ করা হয়, তখন দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। এখন গড় আয়ু বেড়ে ৭৩ বছর হয়েছে। ফলে এই দিক বিবেচনা করলেও সরকারি চাকরিতে যোগদানের বয়স না বাড়ানোর কোনো কারণ নেই। অবিলম্বে এই দাবি মেনে নেওয়া হোক।