স্বর্ণ জয়ী ইঁদুর
অবিস্ফোরিত বোমা উদ্ধার করার জন্য স্বর্ণপদক জিতে একটি ইঁদুর। তার নাম দেওয়া হয় মাগাওয়া। পাঁচ বছরে আফ্রিকান ইঁদুরটি ৭১টি স্থলমাইন ও কয়েক ডজন অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। এ কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের পশু চিকিৎসাসংক্রান্ত দাতব্য সংস্থা (পিডিএসএ) ইঁদুরটিকে স্বর্ণপদকে ভূষিত করে। সম্প্রতি মাগাওয়া অবসরে যায়।
ইঁদুরটিকে প্রশিক্ষণ দিয়েছিলেন ম্যালেন। তাঁর কথায়, সাত বছর বয়সী মাগাওয়ার এখন বার্ধক্যকাল। সম্মানার্থে তাকে অবসরে পাঠানো হয়েছে। সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য পিডিএসএ আগেও অনেক প্রাণীকে এই পুরস্কার দিয়েছে। কিন্তু ইঁদুরদের মধ্যে মাগাওয়াই প্রথম ওই পুরস্কার জেতে।
মাগাওয়ার ওজন ১.২ কেজি আর দৈর্ঘ্য ২৮ ইঞ্চি। এর জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকার তাঞ্জানিয়ায়। বেলজিয়ামে নিবন্ধিত তাঞ্জানিয়াভিত্তিক আপোপো নামের একটি দাতব্য সংস্থায় অন্যান্য প্রাণীর সঙ্গে প্রশিক্ষণ দিয়ে একে কাজের জন্য প্রস্তুত করা হয়। এক বছর প্রশিক্ষণের পর কাজের জন্য প্রস্তুত হয় মাগাওয়া।