বাইডেনের বিপক্ষে বিক্ষোভ
রোববার ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়। সেখানকার বিক্ষোভের একটি ছবিতে শতাধিক মানুষকে প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। তাঁদের হাতে ছিল বেশ কয়েকটি ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি আগ্রাসনের প্রতি সমর্থন জানালেও তাঁর দেশের মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন। যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে এসব বিক্ষোভ-সমাবেশে হাজারো মানুষ অংশ নিয়েছেন।
শনিবার ফিলাডেলফিয়ার রকি স্টেপসে বড় ধরনের বিক্ষোভ হয়। সেখানকার বিক্ষোভের একটি ছবিতে কয়েক শ মানুষকে প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। বিক্ষোভকারীরা সড়কে হেঁটে, এক জায়গায় দাঁড়িয়ে ও গাড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। সেখানকার বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তির প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নিউইয়র্ক লাভ প্যালেস্টাইন’।
এছাড়াও শিকাগো ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয় শনিবার। সেখানকার সড়কে বিক্ষোভকারীদের ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিতে দেখা যায়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন। তাঁরা নানা স্লোগান দেন।