স্মার্ট জুতা
সম্প্রতি অস্ট্রিয়ান কোম্পানি টেক-ইনোভেশন নতুন এক প্রযুক্তি এনেছে বাজারে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করেছে স্মার্ট জুতা নাম “ইনোমেক”। চলার পথে কোনও বাধা আছে কিনা সেটা বলে দিতে এ জুতার সামনে আছে ইনফ্রারেড সেন্সর। বাধা শনাক্ত করার পর হবে ভাইব্রেশন।
এতে আছে সর্বাধুনিক ডিপ-লার্নি অ্যালগরিদম মডেল। মানে চলতে চলতে শিখবেও এটি। সেন্সরের পাশাপাশি থাকা ক্যামেরার কারণে সামনের রাস্তা কতোটা নির্ঝঞ্জাট বা কী কী ধরনের বাধা আছে, সবই বলে দিতে পারবে এটা।
আবার বসে থেকে আশপাশে কী আছে সেটা স্ক্যান করতে চাইলে পা-টাকে এদিক ওদিক ঘোরালেই হবে।’ জানালেন টেক-ইনোভেশনের প্রতিষ্ঠাতা মার্কাস র্যাফার।পানিরোধক ক্যামেরা ও সেন্সরগুলো লাগানো আছে একেবারে বুড়ো আঙুল বরাবর।আপাতত টেক-ইনোভেশনের ওয়েবসাইটে কেনা যাচ্ছে এ জুতো। এক জোড়ার দাম ধরা হয়েছে প্রায় ৩ লাখ ২৭ হাজার টাকা।