কাকাতুয়া ঘিরে ফেলেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের নওরা শহরবাসী বিষ্মিত!! ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে কাকাতুয়া।রাস্তায়, ল্যামপোস্টের তারে, বাড়ির ব্যালকনি, ফুটপাতে কোথায় নেই কাকাতুয়া। তাদের কলকাকলীতে কান পাতায় দায়। নওরার টক অব দ্য টাউন এখন এই কাকাতুয়া। শহরের মানুষও বহুদিন এমন পাখির মিছিল দেখেনি। আর তাই পর্যটকরাও ছুটছেন পাখির আগ্রাসনের ছবি তুলতে।
অস্ট্রেলিয়ায় এমনিতেই পাখিদের মানুষভীতি নেই। আর তাই যেখানে যখন খুশি পাখির এমন উড়ে বেড়ানোর দুর্লভ দৃশ্যটা পাখিপ্রেমীরা ভালোই উপভোগ করছেন।নওরায় অবশ্য গত কয়েক বছরই কাকাতুয়াদের ভিড় জমাতে দেখা গেছে। এবারেও পক্ষীবিশারদরা সতর্ক করেছিলেন এমন ‘হামলা’র।
বনাঞ্চলের পাখিগুলো আশপাশের শহরে এসে ভিড় জমাতে শুরু করে। আর এদের সাহসও দিন দিন বাড়ছে। ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার এক গবেষক বললেন, “শহর পরিকল্পনায় আরেকটু বিবেচনা করে করা উচিৎ ছিল। কারণ শহরে অনেক ফাঁকা জায়গা ও পানির লেকের উপস্থিতিতে এখন পাখিও তাদের আবাস ভাবছে শহরকে।“