হারানো সন্তান ফিরে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপড়া গ্রামের বাসার মিয়া ও খোদেজা বেগম  দম্পতির ছেলে সবুজ, মাত্র ৪ বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন।দীর্ঘ ১৭ বছর পর সেই ছেলেই ফিরে এসেছেন তাঁর মা–বাবার বুকে। ঢাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে মাত্র ৪ বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন সবুজ।

২০০৪ সালে সবুজ তাঁর দাদা লাল মিয়ার সঙ্গে রাজধানী ঢাকাতে ফুফু এবং খালার বাসায় বেড়াতে যান। খালার বাসায় কয়েক দিন থাকার পর তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ডেমরায় দাদা-নাতির বিচ্ছেদ হয়ে যায়। দিনটি ছিল ৪ এপ্রিল, এখনো মনে আছে সবুজের মা-বাবার। ছেলে ফিরে এল আরেক এপ্রিলেই। মাঝে দীর্ঘ ১৭ বছর ধরে সবুজ নিখোঁজ ছিলেন।হারিয়ে যাওয়ার পর একা বসে বসে সবুজ কাঁদতে থাকেন। তখন এক মুদিদোকানি তাঁকে বাসায় নিয়ে যান। পরদিন তিনি ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁকে পুলিশের কাছে দিয়ে আসেন।

জনপ্রিয় রেডিও অনুষ্ঠান “আপন ঠিকানা” এর মাধ্যমে সবুজ তার হারানো মা-বাবা কে ফিরে পান।

হারানো ছেলেকে ফিরে পেয়ে বাসার মিয়া ও খোদেজা বেগম অনেক খুশি এবং আবেগলুপ্ত। তাঁদের সেই হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। ছেলেকে নিয়ে তারা এখন চাদপুরে থাকেন।