জরিমানা রোহিত শর্মার
ম্যাচে স্লো ওভার রেট বা নিজেদের বোলিংয়ের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি মুম্বাই। সে জন্য ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে রোহিতকে। সে সময় দলের অধিনায়কত্ব করেছেন কাইরন পোলার্ড। চোটের কারণে মুম্বাইয়ের বোলিংয়ের সময়ের প্রায় পুরোটাই মাঠের বাইরে ছিলেন রোহিত।
মৌসুমে একই অপরাধ একটা দল দ্বিতীয়বার করলে অধিনায়কের জরিমানা হবে ২৪ লাখ রুপি, পাশাপাশি একাদশের অন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ অথবা ৬ লাখ রুপির মধ্যে যে অঙ্কটা কম, সেটা জরিমানা করা হবে।
তৃতীয়বার একই অপরাধ হলে অধিনায়কের শাস্তি হবে ৩০ লাখ রুপি জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষেধাজ্ঞা, আর দলের একাদশের খেলোয়াড়দের জরিমানা হবে ১২ লাখ রুপি অথবা ম্যাচ ফির ৫০ শতাংশের মধ্যে যে অঙ্কটা কম, সেটি।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে ঘণ্টায় ১৪.১১ ওভার শেষ করতে হবে। আর ইনিংসের প্রথম ওভারের ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে ২০তম ওভার শুরু করতে হবে। কাল দিল্লির বিপক্ষে মুম্বাইয়ের বোলিং ইনিংস শুরু হয়েছিল স্থানীয় সময় ৯টা ৩০ মিনিটে, শেষ হয়েছে ১১টা ২৫ মিনিটে। প্রায় দুই ঘণ্টা!