খালেদা জিয়াকে  হাসপাতালে নেয়া হতে পারে

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের আরও তিন সদস্যকে নিয়ে ফিরোজায় প্রবেশ করেন এফ এম সিদ্দিকী। তিনি বলেন,” খুব দ্রুতই সিটি স্ক্যান করানো হবে। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার বিষয়টা নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ওপর।“

তিনি বিলেন,” সিটি স্ক্যান দেখে যদি মনে করি, বাসায় রেখে চিকিৎসা করাটা উনার জন্য ভালো হবে, তাহলে বাসায় রাখব। যদি মনে করি, দু–তিন দিনের জন্য বা কয়েক দিনের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা দরকার, আমরা সেটাও করব। এটা নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ওপর।“

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এফ এম সিদ্দিকী বলেন, ‘কোভিডে আগে থেকে বলা যায় না অবস্থা কেমন হবে। এটা খুব দ্রুত পরিবর্তনশীল একটা রোগ। তবু আমরা দ্রুত সিটি স্ক্যান করিয়ে ফেলব।‘

এফ এম সিদ্দিকী আরও বলেন, ‘সব কটি রিপোর্টই হয়েছে, শুধু সিটি স্ক্যানটা করানো হচ্ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো এক সময় সিটি স্ক্যান করিয়ে ফেলব। এ ছাড়া আর সব মোটামুটি ভালো আছে।’