ইউপি নির্বাচনে সংঘর্ষ
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। হয়েছেন। বুধবার রাতে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের একাংশের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেনের সঙ্গে নওমালা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অপর অংশের সাংগাঠনিক সম্পাদক মো. শাহজাদা হাওলাদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বুধবার রাত আটটার দিকে কামাল হোসেনের কয়েকজন সমর্থক নগরের হাট এলাকায় শাহজাদার কয়েকজন সমর্থককে গালিগালাজ করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। কামাল হোসেন স্থানীয় সাংসদ আ স ম ফিরোজের সমর্থক। আর শাহজাদা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হকের সমর্থক।