নোংরা দর্শক
অস্ট্রেলিয়া সফরে এক দশক ধরে দর্শকদের বর্ণবাদী আচরণ অশ্বিনের কাছে নাকি নতুন কিছু না। এক দশক ধরেই এমন আচরণ দেখছেন অশ্বিন। বিশেষ করে সিডনির দর্শকদের আচরণ ‘নোংরা’—মন্তব্য অশ্বিনের। দর্শকদের এই আচরণের জন্য ভারতীয় দলের কাছে ক্ষমাও চেয়েছে অস্ট্রেলিয়া দল।
ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, সিরাজ ও বুমরাকে ‘বানর’ বলে গালি দেওয়া হয়। আরও কিছু নোংরা মন্তব্যও করা হয়। খুব সম্ভবত বর্ণবিদ্বেষী দর্শকেরা মদ্যপ অবস্থায় মন্তব্যগুলো করছিল।
খেলা শেষে সংবাদমাধ্যমকে অশ্বিন বলেছেন, ”অস্ট্রেলিয়া ও সিডনিতে এ নিয়ে চতুর্থবার এলাম। বেশ কিছু অভিজ্ঞতার (বর্ণবাদী) শিকার হয়েছি, অতীতেও এমন হয়েছে। দর্শক এবং ক্রিকেটারদের মধ্যে প্রতিক্রিয়া–পাল্টা প্রতিক্রিয়া থেকে অতীতেও এমন ঘটনা ঘটেছে। স্টেডিয়ামের নিচের অংশের দর্শকেরা যে ভাষায় কথা বলে তা যন্ত্রণাদায়ক। ভীষণ নোংরা ও কটু ভাষায় কথা বলে তারা। এক ধাপ এগিয়ে বর্ণবাদী মন্তব্যও করে।”