সরকারি  চাকরি  প্রত্যাশী বয়স ৩২ দাবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারি  চাকরি প্রত্যাশী বয়স ৩২ দাবি জানানো হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদের সামনের মৌন সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা।সকল মন্ত্রণালয়ের সচিবালয়ে এ ব্যাপারে স্মারকলিপি দিয়েছেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশীদের একজন বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের বিনীত অনুরোধ আমাদের সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা করোনাকালীন দুই বছর ক্ষতিগ্রস্ত সময় বৃদ্ধি করে দিবেন।”

৩২ প্রত্যাশীর পক্ষে হানি আহমেদ বলেন, ৩০ বছরে গড় আয়ু ১৬ বছর বেড়েছে, অবসর বয়স ৫৭ থেকে ৫৯ করা হয়েছে , তাই আমাদের ২ বছর চাওয়া যৌক্তিক অযৌক্তিক নয়।